নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
পাহাড়ি বন্যায় প্লাবিত হয়েছে নেত্রকোনা জেলার প্রায় সবকটি উপজেলাই, ইতিমধ্যে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ পৌছাচ্ছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর, এদিকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে, যেসমস্ত প্রতিষ্ঠান বহুতল ভবন রয়েছে সেগুলোতে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াতের প্রধান রাস্তা ভেঙে গেছে। এখন পর্যন্ত বন্যার পানির অবস্থার অবনতি থাকায় বুঝা যাচ্ছে না শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা,। বন্যায় কবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর ক্ষতি পুষিয়ে নিতে অনেকটাই বেগ পেতে হবে, এমনটাই জানিয়েছেন জেলার অনেক প্রতিষ্ঠান প্রধান।