নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলায় বিরিশিরি টু ময়মনসিংহ রুটে প্রাণ গেল অপর আর এক ট্রাকচালক খায়রুল ইসলামের। ২০ জুন রাত ১১.৩০ মিনিট বিরিশিরি – ময়মনসিংহ রুটে নওয়াপাড়া নামক স্থানে ড্রামট্রাকের নিচে পৃষ্ঠ হয়ে প্রাণ গেল ট্রাকচালক খায়রুল ইসলামের।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মানিক মিয়া বলেন ” বিরিশিরি থেকে বালুভর্তি ড্রামট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে খায়রুলকে চাকার নিচে ফেলে দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায় “”
খায়রুল ইসলাম দুর্গাপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। খায়রুল ইসলাম নিজেও একজন ট্রাক চালক, জরুরি কাজে সে শুকনাকুড়ি নামক জায়গায় যাওয়ার জন্য রাস্তায় যানবাহনের জন্য অপেক্ষা করতে থাকলে হঠাৎ করেই বিরিশিরি থেকে আসা ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খায়রুল ইসলামের উপর দিয়ে চলে যায় এবং তার পেটের ভিতরের অঙ্গপ্রতঙ্গ বেরিয়ে আসে এবং ঘটনাস্থলেই মারা যায়।
এই ঘটনায় এলাকায় বিক্ষোভের সৃষ্টি হলে দুর্গাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ নিউজ করার পুর্ব পর্যন্ত থানার কোন রিপোর্ট হয়নি এমনটাই জানালেন দুর্গাপুর থানা।