মোঃ নুরুল হুদা উজ্জ্বল জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার ৬ টি উপজেলার ৩৯ টি ইউনিয়ন পাহাড়িঢল ও অতিবৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলা প্রশাসন দ্রুত ত্রানের ব্যাবস্থা করেছেন।ইতিমধ্যে বন্যাকবলিত উপজেলার নির্বাহী অফিসার গন ত্রান বিতরন শুরু করেছেন।সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৩৬ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংশনদীর বাঁধের একটি অংশে ফাটল দেখা দেয়ায় তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়েছে।প্রায় ৪৭৩ হেক্টর জমির আউশ ধান ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্হ হয়েছে।পুকুরের মাছ ভেসে গিয়েছে। ভেঙ্গে গিয়েছে রাস্তাঘাট। বন্যার পানিতে আটকে পড়া মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এপর্যন্ত ছয় উপজেলায় বন্যাদূর্গত মানুষদের জন্য ১৮৮ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাতে প্রায় ১৬১৮০ জন মানুষ আশ্রয় নিয়েছে।আশ্রয়কেন্দ্রে গুলোতে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্হা করা হয়েছে। সূত্র মারফত জানা যায় পরবর্তীতে আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার পরিবেশন করা হবে।
বিজ্ঞ জেলা প্রশাসক জনাব অন্জনা খানম মজলিস বলেন, বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য ৬৮ মেঃ টন চাল,২,৫০,০০০/-টাকা ও ২০০০ প্যাকেট শুকনা খাবার উপ-বরাদ্দ দেয়া হয়েছে। বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।সার্বক্ষণিক পরিস্থিতি নজরদারিতে জেলা ও উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। পাশাপাশি দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।