মোহাম্মদ নূরুল হুদা উজ্জ্বল,জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে দেশীয় পিস্তল ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জেলার তাহেরপুর গ্রামের আকিক মিয়ার ছেলে হুমায়ুন(৪০) ও রইস আলীর ছেলে শফিকুল ইসলাম(৪০)কে,গ্রেফতার করেছে জামালপুর র্্যব-১৪। কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক ই-মেইল বার্তায় জানান, ০৬/০৫/২০২২ তারিখ রবিবার,নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রাজাপুর গ্রামে অভিযান পরিচালনার সময় পাকা রাস্তার উপরে তাদের গ্রেফতার করা হয় এসময় তাদের নিকট হতে দেশীয় পিস্তল,ম্যাগজিন একটি করে,১৩০ বোতল বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বিদেশী মদের মূল্য দুই লক্ষাধিক টাকা।তিনি আরো জানান সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র্্যব-১৪ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।