১৯সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টায় সামাউন মিয়া (১২) নামক এক ভ্যান চালকের ছেলের লাশ ধান ক্ষেতে পাওয়া যায়। নিহত সামাউনের বাবা দ্বীন ইসলাম ভাউরতলা গ্রামের একজন ভ্যান চালক।
স্থানীয় সূত্রে জানা যায় যে, গ্রামের এক কৃষক ধান ক্ষেতের আইলে সামাউনের লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় জনগণ লাশ সনাক্ত করে যে এটা দ্বীন ইসলামের ছেলে। সামাউন নিজেও একজন অটোরিকশা চালক।
পারিবারিক সুত্রে জানা যায় যে সামাউন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি বাবা-মা অনেক খোজাখুজি করে সকাল বেলায় ধান ক্ষেতে লাশের কথা শুনতে পেয়ে সামাউনকে প্রানহীন পড়ে আছে দেখতে পায়।
তার পরিবারের সদস্যরা বলেন সামাউন মিয়া গতকাল নতুন স্মার্ট ফোন কিনে। কিন্তু নিহত অবস্থায় সামাউনের কাছে কোন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ঘাতকরাই হত্যা করে ফোন নিয়ে গেছে। দুর্গাপুর থানার সার্কেল এসপি, ওসি এবং কিছু পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়, নিউজ করা পর্যন্ত কোন রহস্য উদঘাটন হয়নি এবং মামলা হয়নি। পুলিশ বলছে মামলা করলে তদন্ত শুরু হবে।