মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইয়াগাতী বাজারে ভুয়া দলিল মুলে সরাকারী সম্পত্তির উপর মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী মোক্তার হোসেন গংদের বিরুদ্ধে।
১০ জানুয়ারী সিরাজগঞ্জের মোকাম রায়গঞ্জ সহকারী আদালতে সলঙ্গা থানার মুরাবীপুর গ্রামের তাসলিমা বেওয়ার প্রভাবশালী মোক্তার হোসেন সহ মোট ১০ জনের বিরুদ্ধে
নালিশী (ক) তপশীল বর্নিত ইং ০৯.০৭.১৯৯০ তারিখের ৪১১১৩নং দলিল ইং১১.০৪.১৯৯১ তারিখের ২৩০১ নং দলিল জাল, জোগসাজসি,অকার্যকর (Null And Vooied) বাতিল মর্মে ঘোষণা সহ বাদীদের অধিকার আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য এবং দেওয়ানী কার্যবিধি আইনে ৩৯ আদেশের ১ বিধি মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করে।
এর পেক্ষিতে ১৭ জানুয়ারী মোকাম সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার সহকারী আদালত, বিবাদী মোক্তার হোসেন গংদের কে, কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না মর্মে জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আদালত। নোটিশ পাপ্তির ৩০ দিনের ভিতরে উপদেশ পাপ্ত আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে কারন না দর্শাইলে দরখাস্তের একতরফা শুনানী ও বিচার হইবে মর্মে আদেশ দিয়েছেন আদালত।
এ বিষয় ভুক্তভোগী তাসলিমা বেওয়া জানান-আমার পরিবারে ২ জন প্রতিবন্ধী। আর তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় আদালতের নোটিশ উপেক্ষা করা সরকারী জমি দখলে নিয়ে মার্কেট নির্মান কাজ করছে মোক্তার হোসেন গংরা। প্রতিদিন ১৫/২০ জনের লেবার দিয়ে কাজ করছে।
নোটিশ পাওয়ার পর মোক্তার গংরা প্রতিনিয়ত মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিতেছে। সংশ্লিষ্ট প্রসাশনের নিকট সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার দাবী করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখাযায়-রায়গঞ্জ থানার ভুইয়াগাতী বাজার থেকে নিমগাছী সড়কের ডানপাশে মোক্তার গং মার্কেট নির্মাণ কাজ করছে।
স্থানীরা জানান মোক্তার হোসেন গংদের এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলে না।
জাল দলিল ও প্রতিবন্ধীদের বাড়ী যাওয়ার রাস্তা দখল,আদালতের মামলার বিষয়ে জানতে চাইলে এব্যাপারে কোন কথা বলবেন না বলে জানান অভিযুক্ত মোক্তার হোসেন।
সরকারী সম্পতি দখল মুক্ত করে প্রতিবন্ধী ভুমিহীনদের দিবেন,সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই দাবী করেছেন এলাকার সচেতন মহল।