স্টাফ রিপোর্টার হেবজুল বাহারঃ
২১/০৩/২০২২
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭২১ জন ভোটারের মধ্যে ৫৪৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এর মধ্যে ১৪ টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন চারজন। ৪৬৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মজিবুর রহমান,৪১৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোঃ কামাল উদ্দিন,৪০৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোবারক হোসেন ও ২৮৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আলী বিন সম্রাট।
অপরদিকে দাতা সদস্য পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন আনিছ মেম্বার ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন আমেনা বেগম।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল আলী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল্লা সুমন বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।