বাহাউদ্দীন তালুকদার :আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে প্রতিজ্ঞা করলেন ঢাকা-১৪ আসনের আওতাধীন সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার (১৬ অক্টোবর ২৩) বিকাল ৪ টায় সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কাউন্দীয়া শহীদ সৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এ প্রতিজ্ঞা করান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি।
ঢাকা-১৪ আসনের আওতাধীন সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি। এ সময় শেখ হাসিনাকে জয়ী করার জন্য নেতাকর্মীরা জনগণকে উদ্বুদ্ধ করেন। বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নানান উন্নয়ন কর্মসূচির চিত্র তুলে ধরেন। শেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে এলাকাবাসীকে প্রতিজ্ঞা করান। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে নৌকাকে জয়যুক্ত করতে প্রতিজ্ঞা করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন, বাংলাদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার সময়ে হয়েছে। সারাবিশ্বে বাংলাদেশকে চিনিয়েছেন একমাত্র শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে জয়ী করতে হবে। আপনারা হাত তুলে প্রতিজ্ঞা করেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করবেন।
উক্ত মতবিনিময় সভায় কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান খান শান্ত’র সভাপতিত্বে ও কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্দীয়া শহীদ সৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি কবির চৌধুরী মুকুল’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আজীজ মাস্টার, সাধারণ সম্পাদক হজী মেছের আলী সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ ও স্থানীরা উপস্থিত ছিলেন।