মোঃ এমরান হাসান আলীম স্টাফ রিপোর্টারঃ ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী মিসেস ফারজানা চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন।
সোমবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর বাড়িতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নির্বাচনি উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মিসেস ফারজানা চৌধুরী এসব কথা বলেন।
উঠোন বৈঠকে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন, যুবমহিলা লীগ সভাপতি কামরুন নাহার সুমি, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।