মো:ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ “নৌকা মার্কায় দিলে ভোট ভালো থাকে দেশের লোক”স্লোগানে ঢাকা -১৫ আসনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব কামাল মজুমদারের পক্ষে ভোট চেয়ে মিছিল করেছেন পশ্চিম সেনপাড়া এলাকাবাসী।
রবিবার মিরপুরের সেনপাড়া এস এ পরিবহন গল্লি থেকে শফিকুল ইসলাম আখেরের নেতৃত্বে পশ্চিম সেনপাড়া এলাকাবাসীর ব্যানারে মিছিলটি বের হয়।
মিছিলটি মিরপুরের পশ্চিম সেনপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট চান এলাকাবাসী।
নৌকার পক্ষে ভোট চেয়ে শফিকুল ইসলাম আখের(সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ,ঢাকা মহানগর উত্তর) বলেন-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের চলমান উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে আপনারা সকলে নৌকা মার্কায় ভোট দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন মইজুদ্দিন(সাবেক সভাপতি, ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর),আব্দুল করিম(যুগ্ন আহ্বায়ক,৯৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ,ঢাকা মহানগর উত্তর),সাব্বির((যুগ্ন আহ্বায়ক,৯৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ,ঢাকা মহানগর উত্তর),সুলাইমান (প্রচার সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ,কাফরুল থানা),রাকিব (ছাত্রলীগ, মিরপুর থানা),জাকির(৯৪নং ওয়ার্ড যুবলীগ),লিটন হাওলাদার(শ্রমবিষয়ক সম্পাদক, ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর),নিজাম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা