বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

ন্যাশনাল এডুকেশন এক্সেলেন্সি সামিটে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পঠিত

 

মোঃ রাকিব শেখ, বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে স্প্রিং এডুকেশন এসোসিয়েশন ও স্প্রিং টাইম ক্যাম্প এর উদ্যোগে সম্প্রতি তিনটি উপজেলায় ন্যাশনাল এডুকেশন এক্সেলেন্সি সামিট অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা এবং উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি লিডারশিপ কনফারেন্স ও শিশুদের উন্নয়নমূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্প্রিং এডুকেশন এসোসিয়েশনের চেয়ারম্যান গাজী আশিকুল ইসলাম বলেন—
“শুধু শিক্ষার উন্নয়ন নয়, শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি শিক্ষার্থী যেন মেধা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। একদিন শিক্ষক, অভিভাবক, সরকার এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শিক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য নয়, বরং তাদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার জন্যও নিবেদিত।”

অনুষ্ঠানে উপস্থিত উপজেলা শিক্ষা অফিসারগণ বলেন—
“শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা সবসময় এই মহৎ উদ্যোগের পাশে থাকবো এবং চাইবো, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত থাকুক।”

একজন অভিভাবক তার সন্তানের সফলতার কথা জানিয়ে বলেন—
“আমার সন্তান এই পরীক্ষায় বৃত্তি পেয়েছে, যা আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নতুন কিছু শেখার সুযোগ করে দেয় এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ায়। আমরা চাই, প্রতি বছর এ আয়োজন আরও বড় পরিসরে হোক, যাতে দেশের সব শিক্ষার্থী এতে অংশগ্রহণের সুযোগ পায়।”

এই আয়োজনে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, শিক্ষাবিদদের মূল্যবান মতামত গ্রহণ, এবং শিশুদের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে সারাদেশে এই কর্মসূচি সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে, যাতে প্রতিটি শিক্ষার্থী গুণগত শিক্ষা ও উন্নত ভবিষ্যতের সুযোগ পায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991