পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পানির নিচে তলিয়ে নষ্ট হয়েছে কয়েক ১০০ একর জমির গ্রীষ্মকালীন ফসল।
বাদাম ও টমেটো বেশি ক্ষতি হয়েছে। ঘরে তোলার আগেই নষ্ট হয়ে যাওয়ায় হতাশায় শত শত কৃষক।
পঞ্চগড় জেলার পাচ উপজেলায় এবছর আবাদ হয়েছে ধান, ভুট্টা, টমেটো, মরিচ,ও বাদাম সহ নানান ফসলের। এরমধ্যে ক্ষেত থেকে তোলার সময় হয়েছে বাদাম ও টমেটো কিন্তু টানা কয়েকদিন বৃষ্টির কারণে এসব ফসল এখন পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকেরা জানান, কয়েকদিন রাতে টানা বৃষ্টির ফলে নিচু এলাকার জমির ফসল পানিতে তলিয়ে গেছে। অথচ আর কয়েকদিন পরেই এসব ফসল ঘরে তোলা যেত। বাদামের দানা হওয়া শুরু করেছে কিন্তু সব ফসল পানির নিচে তলিয়ে গেছে, মনে হয় এসব ফসল আর ভালো হবে না।
আমি প্রায় ৭০ হাজার টাকার মতো খরচ করেছি লাভ আসল কিছুই পাবো না মনে হয়।
পঞ্চগড় জেলা সদর উপজেলায় হাফিজাবাদ হাড়িভাসা ও চাকলা ইউনিয়ন সহ , বোদা ও দেবীগঞ্জ নিচু এলাকায় কমপক্ষে ৭০০হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এ বছর প্রায় ৮ লক্ষ ৫০ হাজার হেক্টর জমিতে টমেটো, ও ৯ হাজার হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে।
পানিতে ডুবে থাকায় ফসলের মান নির্ণয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়, মোঃ শাহ আলম মিয়া বলেন,কৃষি বিভাগ থেকে ইতিমধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ ফসল রক্ষার সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে।