খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর গলাচিপায় আজ বৃহস্পতিবার (২৯মে) দুপুরে স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত জলোচ্ছ্বাস দেখা দেওয়ায় গলাচিপা ফেরিঘাটসহ পৌরসভার ভেরী বাঁধের বাহিরের অনেক এলাকা এবং উপকূলীয় চরাঞ্চল তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে স্বাভাবিক জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি।
নিম্ন চাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচ্চতা দেখা দেওয়ায় ডাকুয়া এবং পানপট্টি ইউনিয়নের ঝুকিপূর্ণ এলাকার ভেরী বাঁধ ভেঙে ভিতরে পানি প্রবেশ করে হাজার পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ীঘর, ফসলের মাঠ, পানের বরজ, মাছের ঘের এবং গবাদিপশুর।
ঝুকিপূর্ণ ভেরী বাঁধ পূর্ব থেকে সংস্কার করা না হইলে পরবর্তীতে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।