মোঃ কবির হাওলাদা রস্টাফ রিপোর্টার : পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় জনাব একেএম আজমল হুদা, অফিসারইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী এর নেতৃত্বে অদ্য ইং ১৩-১১-২০২৩ তারিখ পটুয়াখালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/সঞ্জীব কুমার সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানাধীন কমলাপুর ইউনিয়নের ধরান্দি সাকিনস্থ ধরান্দি বাজার ব্রীজের উত্তর পাশে ২নং সাক্ষী মোঃ রাকিব হাসানের ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। মোঃ নাসির মিয়া (৪০), সাং-পুরান বাজার (বনিক পট্টি), ৩নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা-পটুয়াখালী এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হইতে একটি সাদা পলিথিনের প্যাকেটের মধ্যে রক্ষিত ৩২(বত্রিশ) পুরিয়া হেরোইনএবং আসামী ২। মোঃ রনি সরদার (২৪), সাং-শিমুলবাগ, ২য় লেন, ৩নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা-পটুয়াখালী এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হইতে সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ১২(বার) পুরিয়া হেরোইন ইং ১৩-১১-২০২৩ তারিখ ১৬:৩০ ঘটিকার সময় আটক করা হয়।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।