মোঃ কাওছার হাবিব- ক্রাইম রিপোর্টার: নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে তিন জন কৃষকের মৃত্যু হয়েছে।
আজ ১৭ জুন মঙ্গলবার বিকাল ৩ টার দিকে আকবরপুর ইউনিয়ন ফতেপুর গ্রামে দিবর ইউনিয়ন মান্দাইন গ্রামে এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন ফতেপুর গ্রামের খাদেম আলী(৪২),,মোতাহার ইসলাম (৩০)।
ও মান্দাইন গ্রামের মাসুদ (২৫)প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে আকাশ হঠাৎই কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় তাঁরা তিনজন আম বাগানে কাজ রেখে বারিতে আশ্রয়ের জন্য আসছিলেন। মাঠ থেকে অর্ধেক আসার পরপরই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই খাদেম,ও মাসুদ ২ জনই মারা যান ও আহত অবস্থাই মোতালেব কে হসপিটালে নিয়ে গেলে সেখানে মারা যান।
এ অবস্থায় বজ্রপাতের ঘটনা পরিদর্শন করেন আকবরপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম ও দিবর ইউনিয়ন এর চেয়ারম্যান রাহাদ জামান।