কাওছার হাবিব- ক্রাইম রিপোর্টার: নওগাঁর পত্নীতলায় আশ্রয় এনসিওর প্রকল্প আওয়তায় নেটজ্ বাংলাদেশ ও বিএমজেড এর আর্থিক সহায়তায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার দিবর ইউনিয়নের রুপগ্রাম ও বাঁকরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইউএনও মোছাঃ রুমানা আফরোজ।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, দিবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাহাদ জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, আশ্রয় এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, রুপগ্রাম সপ্রাবি প্রধান শিক্ষক সেলিম আহমেদ, বাঁকরইল সপ্রাবি প্রধান শিক্ষক ফজলুল হক, দিবর ইউপি সদস্য রিক্তা, এসএমসি সভাপতি আবুল কালাম প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় এনসিওর প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের সহায়তায় প্রদানকৃত শিক্ষা উপকরণ পরিদর্শন করেন অতিথিরা।