মোঃ শাহআলম,ক্রাইম রিপোর্টার নওগাঁঃ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পত্নীতলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
উপজেলা সমাজসেবা দপ্তরের রেজাউল করিম চৌধুরী জিন্নু এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।
এ ছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম, পত্নীতলা উপজেলা পরিষদ এর বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে দারিদ্র বিমোচনের লক্ষ্যে নগদ অর্থ প্রদান করা হয়।