কাওছার হাবিব- ক্রাইম রিপোর্টার:- শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) ৩ টা ৪৫ ঘটিকায় আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নাঃ সুবেদার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/১-আর হতে ০৬ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে লৌদিপুর গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ পুরিয়া(৩৫ গ্রাম) ভারতীয় হেরোইনসহ ০১ জন চোরাকারবারি নওগাঁর ধামইহাট থানার লৌদিপুর গ্রামের আঃ মালেকের স্ত্রীর মোছা. জান্নাতুন ফেরদৌস(৩০) কে আটক করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-৭০,০০০ /- টাকা।
অপর দিকে একই দিনে ০৩৪৫ ঘটিকায় শিমুলতলী বিওপির টহল কমান্ডার নাঃ সুবেদার শ্রী তপন কুমার সরকার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৯-এস হতে ৩.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর গ্রামের আগ্রাদ্বিগুন কলেজের পেছনে অভিযান পরিচালনা করে ২৫ পুরিয়া(৪৪ গ্রাম) ভারতীয় হেরোইন এবং নগদ-৩,৭০০/- টাকাসহ ০২জন চোরাকারবারি নওগাঁ জেলার ধামইর হাট থানার উত্তর কাশিপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী আম্বিয়া বেগম (৬০) মৃত আয়েন এর ছেলে আব্দুস সামাদ আটক করে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয় ।যার সর্বমোট সিজার মূল্য-৯১,৭০০/- টাকা।
বিকালে ১৪ বিজিবির প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আরও উল্লেখ করে উক্ত আটকৃত সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন ব্যবসার নেটওয়ার্ট গড়ে তুলেছে এবং বিজিবি গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয়।