আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোাটার্স) কনক কুমার দাশ, সদর উপজেলা নির্বাহী ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা পৌরসভার সিও নাজিমুদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক,
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ, মেডিকেল অফিসার ডা: জয়ন্ত, পরিসংখ্যান অফিসার বসির উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাাদক মোসফিকুর রহমান মিল্টন, বর্ণমালা একাডেমির সভাপতি শামীমা পারভীন রত্না প্রমুখ।
সভার সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠান রাষ্ট্রীয়াভাবে সাতক্ষীরা রাজ্জাক পার্কে পদ্মাসেতুর আদলে গেট তৈরী ২৫ জুন সকালে সাতক্ষীরা সদর উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হবে।
বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশবাজি আয়োজন করা হবে।
সভায় বক্তরা বলেন, পূর্বে পদ্মা নদীতে ব্রিজ না থাকার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হতো, পদ্মাসেতু দক্ষিণাঞ্চলের মানুষের খুবই প্রয়োজন ছিলো। নানা রকম ষড়যন্তের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থয়নে এই পদ্মাসেতু নির্মাণ করেছেন, পদ্মাসেতু চালু হলে সাতক্ষীরার চেহারা পরিবর্তন হয়ে যাবে। ভোমরা স্থলবন্দর গুরুত্বপূণ হয়ে উঠবে দেশের অর্থনীতিতে। পদ্মাসেতুর উদ্বোধনীর এই দিন আমরা স্মরণীয় করে রাখতে চায়।