শামীম হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার নবাবগঞ্জ – ঢাকাঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নে গত কয়েকদিনে পদ্মা নদীর প্রবল ভাঙনের মুখে বসতভিটা হাড়িয়ে দিশেহারা বেশ কয়েক পরিবারবর্গ। ভাঙনের খবরে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড যদিও জিও ব্যাগভর্তি বালু ফেলতেছেন তা ভাঙনের পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ভুক্তভোগী পরিবারগুলো বলছেন -“আরোও উপযুক্ত ব্যবস্হা গ্রহন করা প্রয়োজন। এলাকাবাসী বলছেন -বড় পাথর ফেললে হয়ত নদীর এ ভাঙন থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো।”
ভূক্তভোগী পরিবারবর্গ অভিযোগ করছেন – “কিছু লোভী নেতারা তাদের ক্ষমতা খাটিয়ে পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে আজ এই পদ্মা নদীর ভাঙন এতটা প্রকোপ আকার ধারণ করেছে।
ঔই সকল লোভী প্রভাবশালীদের বিরুদ্ধে প্রশাসন ও নিরব ভূমিকা পালন করছে। আজ আমরা এলাকাবাসী হচ্ছি
ঘরবাড়ী ছাড়া । অবিলম্বে এই সকল অবৈধ বালু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো।”
যেভাবে নদীতে ভাঙন চলছে , এভাবে চলতে থাকলে ঢাকার দোহারের – নবাবগঞ্জ, মানিকগঞ্জের হরিরামপুর অচিরেই পদ্মা নদীর গর্ভে বিলিন হয়ে যাবে। এতে ঘরবাড়ী ছাড়া হবে লাখ লাখ মানুষ। এ অঞ্চলের নদী ভাঙা মানুষের তখন আর কষ্টের সীমা থাকবেনা।
এ জন্য ভূক্তভোগী এলাকাবাসীর একমাত্র চাওয়া দোহার – নবাবগঞ্জের এমপি সালমান এফ রহমান ও হরিরামপুরের এমপি মমতাজ বেগম যেন তাদের কষ্ট লাগবে নদী ভাঙনরোধে শতভাগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করেন।