রাজশাহী জেলা ব্যুরো প্রধানঃ
আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে গোদাগাড়ী উপজেলা এবং রাজশাহী জেলা সহ দেশবাসীকে সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি এক শুভেচ্ছা বাণীতে বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬নং ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা উপজেলাবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মুসলিম-উম্মাহর ত্যাগের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন।এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল ফিতরে এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে দুটি ঈদ, পবিত্র ঈদ-উল ফিতরের
ও ঈদুল আযহা। কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত।করোনা মহামারী পুরো জাতি বিপদের মুখোমুখি। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে ঈদের সকল বিধি -বিধান মেনে চলতে হবে। সবশেষে আমাদের কুরবানী আল্লাহ যেনো কবুল করেন এবং করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।