মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
আজ ২৮ মে ২০২৫ (বুধবার) বিকাল ৩ঃ৩০ ঘটিকায় পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয় এর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ সেনাবাহিনী, সিটি কর্পোরেশন, পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন, সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়ন, রিক্সা মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ময়মনসিংহ জেলার মহাসড়কে গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ স্থানসমূহে বিশেষ করে পাটগুদাম, দিঘারকান্দা, চরপাড়া, ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা, তারাকান্দা ও ফুলপুর এলাকায় যানজট নিরসনে বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ঈদ উল ফিতর- ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের ফলে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পূর্বের যে কোন সময়ের তুলনায় সাবলীল ছিল যা ময়মনসিংহের আপামর জনসাধারণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয় কর্তৃক প্রশংসিত হয়েছে। এবারেও পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম আরো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।