আজ পবিত্র শ’বে বরাত। আল্লাহর কাছে তাঁর বান্দারা ক্রন্দন করে নিজেদের গুনাহ মাফ চাওয়ার বিশেষ রজনী। এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রেসক্লাব সওয়াবের উদ্দেশে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেছে। জেলা ও উপজেলা প্রেসক্লাবের সদস্য ছাড়াও ভাগ্যবান রোজাদারগণ এতে অংশ নিয়েছেন। জেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্টানে পবিত্র লাইলাতুল বরাতে মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থণা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। এসময় কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ, অর্থ সম্পাদক জাহেদ হোসেন, আইসিটি সম্পাদক কামরুল হাসান মামুন, সদস্য আমিনুল ইসলাম সাগর, কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য রাশেদুল ইসলাম সহ জেলা এবং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।