জুয়েল হোসেন স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈরে রশিদপুর গ্রামের মৃত আঃ বারেক মিয়ার ছেলে জসিমউদ্দীন(৪০) গতকাল ৬ই নভেম্বর রাত ৮.৩০ মিনিটে তার বাড়ির পূর্ব পাশের সীমানায় সজ্জিত বাগান গাছ ভাঙ্গা দেখে ঔ একই এলাকার মো আজিজুল হক (৬৫) পিতা মৃত হোসেন উদ্দিন বেপারী।
সজ্জাদ হোসেন(২৮), মো শাহিন (৩২), সুমি বেগম(২৬) সর্ব পিতা আজিজুল হক ও বুলু মিয়া(৫০) পিতা মৃতরমজান আলী মন্ডল অনধিকার প্রবেশ করলে উক্ত বিবাদীদের জিজ্ঞেস করলে তাহার পূর্ব থেকে উৎ পেতে থাকে দেশীয় অস্ত্র, চায়নিজ কুরাল, দা, লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখমরক্তাক্ত করে।
আহত জসিমউদদীনের চিৎকারে এলাকা বাসী এগিয়ে আসতে থাকলে আহত জসিমউদদীন কে মেরে ফেলার হুমকি প্রদান করে সন্ত্রাসী চলে যায়। পরে এলাকাবাসী ও তার বড় আহত জসিমউদদীন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হলে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি দেখিয়া কর্তব্যরত ডাক্তার জসিমউদদীন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরের দিন ০৭ নভেম্বর সুস্থ অনুভব করলে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসার পথে আবারো অবস্থার অবনতি হলে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করা হয়। থানা পুলিশের বরাদ দিয়ে জানা যায়, এ বিষয় কালিয়াকৈর থানায় একটি হত্যা চেষ্টা মামলার চলছে। এবং আসামীদের দ্রুত আওতায় আনা হবে বলে জানিয়েছেন।