সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে অবস্থিত পশু হাসপাতালের সাব সেন্টারটি প্রায় ২৫ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে।
এখানে নেই কোন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও প্রয়োজনীয় আসবাব পত্র।
পড়ে আছে শুধু জরাজীর্ন ভবনটি। পাঙ্গাসী ইউনিয়নসহ আশপাশের মানুষের সুবিধার্থে এখানে শুরু থেকে চলতো পশু চিকিৎসা বিষয়ক পরার্মশ ও কৃত্রিম প্রজনন সহ প্রাথমিক চিকিৎসা সুবিধা।
ইউনিয়নের দেলমুড়া গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, একজন পশু চিকিৎসক সার্ভক্ষণিক সেবা দিত এখানে। প্রায় ২৫ বছর ধরে শুধু জরাজীর্ন ভবনটি ছাড়া এর কোন কিছুই নেই এখানে।
হাসপাতালের একটি ঘর দেখে মনে হয় এটি একটি গোয়াল ঘর।
উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের ব্যবসায়ী আয়ুব খান জানান, এখানে প্রায় দুই যুগ ধরে হাসপাতালের কার্যক্রম একদম বন্ধ রয়েছে। ফলে পশু চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে শত শত মানুষ।
এলাকার সাধারণ মানুষ বলছেন, আমাদের এই বাজারে সরকারি দু’টি প্রতিষ্ঠান থাকা সত্তেও আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এক সময় পশু হাসপাতালের সাব সেন্টারটিত চালু থাকা অবস্হায় সার্বক্ষণিক সেবা পাওয়া যেতো। কিন্তু দীর্ঘ প্রায় দুইযুগ ধরে রয়েছে সকল কার্যক্রম বন্ধ। অপরদিকে বাজারে অবস্থিত ভিএস কোয়াটার্টিরও একই অবস্হা। এ অবস্হায় জনগুরুত্বপূর্ন সরকারি প্রতিষ্ঠান দু’টি পুনরায় চালু করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানিয়েছেন এলাকাবাসী।