গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
পলাশবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে
০১ কেজি গাজা’সহ মাদক ব্যবসায়ী আটক।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই মোঃ মামুনুর রশিদ এর নেতৃত্বে কং/৩২৬ মোঃ এনামুল হক, কং/৪৪৮ মোঃ মাহবুবুর রহমান, কং/১০৭১ মোঃ মসফেকুর, মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ইং-০২/০৪/২০২২ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় কুড়িগ্রাম টু ঢাকাগামী যাত্রী বাহী বাস হানিফ পরিবহন যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৭৯ থামিয়ে চেকিং করাকালে মোঃ সোহেল তানভির (২৫), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-দক্ষিন ধলডাঙ্গা (চরপাড়া চারমাথা, ইউপি শীলখুড়ি, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো কচটেপ দ্বারা বিশেষভাবে বাধানো অবস্থায় দুই পোটলায় ০১ কেজি গাঁজা পলাশবাড়ী থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৪/২০২২, ধারা-৩৬(১)এর ১৯(ক)/৪১ রুজু করা হয়।