রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান: ঘটনার সংক্ষিপ্ত বিবরন এই যে, গত ০৮/০৫/২০২৩খ্রিঃ তারিখ মোছাঃ রাহেনা বেগম(৩৫), স্বামী- মোঃ তাহারুল ইসলাম স্থায়ী: গ্রাম- তালুক ঘোড়াবান্ধা (বালুখোলা), উপজেলা থানা- পলাশবাড়ী, জেলা -গাইবান্ধা, থানায় হাজির হইয়া এই মর্মে নিখোজ ডাইরীর আবেদন করেন যে, ০৮/০৫/২০২৩খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকা হইতে ০৩.১৫ ঘটিকার মধ্যে পলাশবাড়ী থানাধীন ০৮ নং মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা মৌজাস্থ বালুখোলা গ্রামের তাহার স্বামীর বসত বাড়ীর দক্ষিনে অনুমান ১০/১২ গজ দূর হইতে তাহার শিশু সন্তান আব্দুল্লাহ ওরফে বাইজিদ(০৪) নিখোঁজ হন। উক্ত নিখোঁজ সংবাদের ভিত্তিতে বাদিনী প্রাথমিক ভাবে পলাশবাড়ী থানার সাধারন ডায়েরী নং-৪০৫, তাং-০৯/০৫/২০২৩ খ্রিঃ মূলে ডায়েরী ভূক্ত করেন। পরবর্তীতে একই বাদিনী ঘটনার বিষয়ে পলাশবাড়ী থানায় এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা পলাশবাড়ী থানার মামলা নং-১৬/১০৬, তাং-১০/০৫/২০২৩, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশুনির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৭, জিআর নং-১০৬/২০২৩(পলাশবাড়ী) রুজু করেন।
একই তারিখে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনার সহিত জড়িত সন্দেহে ১।মোঃ সাকিব হাসান ওরফে রোমান(১৯), পিতা-মোঃ সাইফুল ইসলাম ওরফে শেরেকুল, মাতা- মোছাঃ ববিতা বেগম, সাং-তালুক ঘোড়াবান্ধা(বালুখোলা),২।মোঃ শরিফুল ইসলাম(২০), পিতা- মোঃ সোহরাব হোসেন(মেকার), মাতা- মোছাঃ শরিফা বেগম, সাং- তালুক ঘোড়াবান্ধা(মধ্যপাড়া), থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাদ্বয়কে গত ১০/০৫/২০২৩খ্রিঃ তারিখ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে সন্তোষজনক তথ্য প্রদান না করায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেন। পলাশবাড়ী থানা পুলিশ সহ গাইবান্ধা জেলা পুলিশের জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মামলাটির রহস্য উদঘাটনে তৎপর থাকেন। পরবর্তীতে ইং-১৩/০৫/২০২৩ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় ভিকটিম আব্দুল্লাহ ওরফে বাইজিদের মৃতদেহ একই মৌজাস্থ পূর্বেই সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামী মোঃ সাকিব হাসান ওরফে রোমান এর বসত বাড়ীর অনুমান ২০০-২৫০ গজ পূর্ব পাশে ধান ক্ষেতের মধ্যে গলিত অবস্থায় উদ্ধার করা হয়। ইং ১৪/০৫/২০২৩খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালত সন্দিগ্ধ আসামী ১। মোঃ সাকিব হাসান ওরফে রোমান(১৯), ২।মোঃ শরিফুল ইসলাম(২০)দ্বয়ের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশি রিমান্ডে অধিকতর জিজ্ঞাসাবাদে আসামী ১। মোঃ সাকিব হাসান ওরফে রোমান(১৯) ঘটনার বিজ্ঞ আদালতে তাহার জড়িত থাকার কথা স্বীকার করিলে তাহাকে ১৫/০৫/২০২৩খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে উপস্থাপন করিলে আসামী ১। মোঃ সাকিব হাসান ওরফে রোমান(১৯) বিজ্ঞ বিচারকের নিকট ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ সাকিব হাসান ওরফে রোমান(১৯), পিতা-মোঃ সাইফুল ইসলাম ওরফে শেরেকুল, মাতা- মোছাঃ ববিতা বেগম, সাং-তালুক ঘোড়াবান্ধা(বালুখোলা),২।মোঃ শরিফুল ইসলাম(২০), পিতা- মোঃ সোহরাব হোসেন(মেকার), মাতা- মোছাঃ শরিফা বেগম, সাং- তালুক ঘোড়াবান্ধা(মধ্যপাড়া),৩। মোঃ খোরশেদ আলম (২১), পিতা-মোঃ মজিবর রহমান, ৪। মোঃ আসাদুজ্জামান ওরফে রনি (১৯), পিতা-মোঃ রাজা মিয়া,৫। মোছাঃ ছকিনা বেগম (৬০), স্বামী-মোঃ মজিবর রহমান, ৬। মোছাঃ ববিতা বেগম (৪৫), স্বামী-মোঃ সাইফুল ইসলাম ওরফে শেরেকুল মন্ডল,৭। মোছাঃ মনিরা বেগম (২২), স্বামী-মোঃ মোকছেদুর রহমান ওরফে বিদ্যুৎ, ৮। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ রোস্তম আলী মন্ডল (১৪), পিতা-মোঃ সাইফুল ইসলাম ওরফে শেরেকুল মন্ডল, ৯। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ সোহাগ মন্ডল (১৬),পিতা-মোঃ শরিফুল ইসলাম মন্ডল, সকলের সাং-তালুক ঘোড়াবান্ধা(বালুখোলা), থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা। প্রেস কনফারেন্সে এ গাইবান্ধা জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোঃ ইবনে মিজান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল), পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিঃ) নুর-ই আলম সিদ্দীকি, টিআই (প্রশাসন) ও অন্যান্য পুলিশ কর্মকর্তগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।