মিরপুর প্রতিনিধি
রাজধানীর পল্লবীতে গত ২১ মার্চ শুক্রবার ৮ ঘটিকার সময় ৫ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে স্থানীয় যুবলীগের সন্ত্রাসীরা।তার প্রতিবাদে আজ ২৩ মার্চ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে ৫নং ওয়ার্ড যুবদল ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ নাম্বারের ওয়াপদা বিল্ডিং থেকে পল্লবী থানার সামনে হয়ে ওয়াপদা বিল্ডিংয়ে এসে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মো. রিয়াজ এবং নিহত সেলিমের স্ত্রী ফরিদা আক্তার সহ যুবদলের নেতাকর্মী এবং এলাকাবাসী।
সেলিমের স্ত্রী ফরিদা আক্তার বলেন, আমার মত আর কেউ যেন স্বামী হারা না হয়, আমার স্বামীর হত্যাকারীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং যুবলীগের রাজনীতির সাতে জড়িত।। সরকারের কাছে আমার আকুল আবেদন আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল বলেন, সেলিম দীর্ঘদিন যাবত আামাদের সাথে যুব দলের রাজনীতি করে এবং আওয়ামী লীগ সরকার আমলে একাধিকবার জেলও খেটেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছি। তিনি আরও বলেন আাসসমীরা অনেকেই যুবলীগের রাজনীতি করেছেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ৫নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. রিয়াজ বলেন,আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।