শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ওসি সাজ্জাদ হোসেন রোমনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান বাংলাদেশ রেলওয়ে টি এল আর ঐক্য ফোরাম চট্টগ্রাম বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা পুলিশের অভিজানে ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। টাঙ্গাইলের গোপালপুরে কৃষকনেতা হাতেম আলী খানের স্মরণ সভা অনুষ্ঠিত। ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ইসকন নিষিদ্ধের দাবিতে মুক্তাগাছায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। গণঅভ্যুত্থানে অংশ নেয়া নতুন দলগুলো নিয়ে জোট হবে: এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের উপর আস্থা রাখুন: মহিলা সমাবেশে-সাইফুল ইসলাম ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম (সোহেল) নতুন রাজনৈতিক ছত্রছায়ায় পুরনো মুখ – গণতন্ত্রের চেতনায় শঙ্কা বিএনপি নেতাদের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে শ্রমিক দলের দোয়া মাহফিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলীমের ৩১দফা লিফলেট বিতরণ। সুন্দরগঞ্জে হোমিও ডাক্তার এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সনদপ্রাপ্ত ব্যক্তিরাই দলিল দাখিল করতে পারবেন সমান শ্রমেও পুরুষের তুলনায় নারীরা পান অর্ধেক পারিশ্রমিক সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল নেতা শাহজালালের লিফলেট বিতরণ রায়গঞ্জে অনৈতিক সম্পর্কের ঘটনায় মামলা, নির্দোষ শিক্ষার্থীর গলাচিপায় বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে৷৷

পাইলটের বিরুদ্ধে ধর্ষন মামলার ভিকটিমের মেডিকেল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভনে ধর্ষণ, অন্যথায় ফেসবুকে ছেড়ে দিবে বলে ১০ লাখ টাকা দাবি ঘটনায় দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি ও দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলটের বিরুদ্ধে দায়ের করা মামলায় ভিকটিমের মেডিকেল সম্পন্ন করা হয়েছে। সোমবার ৭মার্চ দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে বংশাল থানার উপ-পুলিশ পরিদর্শক পাভেল মিয়া ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করান।

জানাগেছে, পুরাতন ঢাকার এক নারী সাংবাদিকের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে বাসাসহ বিভিন্ন স্থানে নিয়ে কৌশলে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে দীর্ঘদিন ধরে তাকে বিয়ের স্বীকৃতির কথা বলে ঘুরাতে থাকেন। বিষয়টি সাংবাদিক নেতাদের কাছে জানিয়ে কোন সুরাহা না পেয়ে সম্প্রতি ঐ নারী সাংবাদিক ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দেন। তাৎক্ষনিক বংশাল ও লালবাগ থানা পুলিশ তাকে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বলেন। পরদিন ভিকটিম নিজে বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি বংশাল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহন করেন, যার নং ৬৩ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা।

জানাগেছে, সম্প্রতি দুজনের একান্তমূহুর্তের ভিডিও চিত্রের স্কীনশর্ট, অনৈতিক কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দুই পুত্র সন্তানের মাতা ওই বিধবা নারী (৪০) সাংবাদিকের স্বামী ৩ বছর আগে মারা যান। এরপর থেকেই নানা ছুঁতোয় তার কাছে ফোনে, ম্যাসেঞ্জারে কল দিয়ে কিংবা সরাসরি প্রথম স্ত্রীর সাথে পারিবারিক নানা সমস্যার কথা বলে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন পাইলট। প্রস্তাবে রাজী না হওয়ায় নানা ছলছুতোয় তাকে বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং গোপনে ধারণকৃত ভিডিও ভাইরাল করা হবে বলে কৌশলে ১০ লাখ টাকা দাবি করেন। পাইলট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। পাইলটের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগের কারণে চলতি বছরের ২৫ জানুয়ারী সংগঠন থেকে বহিস্কার করা হয়।

একটি সূত্র জানিয়েছেন, কয়েক বছর আগে পাইলট শরীয়তপুর এলাকায় এক নারীর ঘরে অনৈতিক মেলামেশাকালে এলাকাবাসি ধরে পুলিশে দেয়। এ ঘটনায় দীর্ঘদিন হাজতবাস করেন। পরে মামলাটি স্থানীয় এক রাজনীতিবিদের মধ্যস্থতায় বিপুল অঙ্কের টাকার বিনিময়ে সাজামুক্ত হন।

এদিকে পত্রিকার এজেন্ট ব্যবসায়ী পাইলটের বিরুদ্ধে দায়েরকৃত মামলার খবর শরীয়তপুরের কোন সাংবাদিক প্রকাশ করে তবে তার পত্রিকা শরীয়তপুরে ঢুকতে দেবেনা মর্মেও হুশিয়ারী দেয়া হচ্ছে বলে স্থানীয় কতিপয় সাংবাদিক জানিয়েছেন।

সোমবার দুপুরে ভিকটিম নারী সাংবাদিক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ওরা ধর্ষণ ঘটনা ধামাচাপা এবং আলামত নষ্ট করতেই আমার বিরুদ্ধে খাগড়াছড়ির রামগড়ে একটি অনুষ্ঠানে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে চুরির মিথ্যা নাটক সাজিয়ে মামলা দায়ের করে পাইলটের সহযোগি মিতু গং। প্রায় ১৫ দিন আত্মগোপনে থেকে ৬ মার্চ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মেডিকেল করাতে দেরী হয়। পাইলটের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নিতে কৌশলে বিভিন্নজন দ্বারা ভয়ভীতি দেখানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991