ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার :বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, তাদের প্রভু সুলভ আচরণ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ আইয়ুব।
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আইয়ুব বলেন -১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে এদেশের সর্বশ্রেণীর মানুষ যেমন দাঁড়িয়েছে, তেমনি শেখ হাসিনাকে আশ্রয় দানকারী ভারতীয় সকল আগ্রাসনের বিরুদ্ধে এদেশের মানুষ দাঁড়াবে।
একটা সময় তিনি আরো বলেন -ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী বন্ধু দেশ। যদি তারা বন্ধুসুলভ থেকে প্রভু সাজার চেষ্টা করে তাহলে এদেশের মানুষ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে এবং তাদের সকল আগ্রাসন রুখে দেবে।
এছাড়াও দেশের চলমান নানা সংকট নিরসনে দেশে রাজনৈতিক নির্বাচিত সরকার এর দাবী জানিয়ে অন্তবর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে বলেন যুবদলের এই সাবেক নেতা।
বিএনপি’র ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর জিয়া উদ্যানে মোহাম্মদ আইয়ুব এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অবস্থান নেয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা মিলন, অপু, খালেক, ওয়াদুদ, আসাদুজ্জামান আসাদ, রানা, বাপ্পী, রিয়াজ, আরাফাত, শাকিল, রাফাত,আশিক, বাবলু সহ যুবদলের নেতাকর্মীরা।