স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৮ বছরের সন্তানকে ফিরে পেলেন পিতা-মাতা।
শনিবার (১৪ মে-২০২২) বিকাল ৫ টার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলাম এর শিশু পুত্র মোঃ মোজাহিদ (০৮)কে উদ্ধার পুর্বক পিতা মাতা র কাছে হস্তান্তর করা হয়েছে।
তালা থানাধীন তার দাদার বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার সময় পথ ভুলে পাটকেলঘাটা থানাধীন ওভার ব্রীজের কাছে এসে কান্নাকাটি করতে থাকায় স্থানীয় জনগনের মাধ্যমে সংবাদ পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ উক্ত শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে শিশুটির সাথে কথা বলে ও ভিন্ন মাধ্যমে যোগাযোগ করে শিশুটির অভিভাবকে জানানো হয়।
অবশেষে হারানো সন্তানের জন্য পাগলপ্রায় পিতা-মাতা রাত সাড়ে ১০ টার সময় পাটকেলঘাটা থানায় এসে পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হাসিমুখে তাদের সন্তানকে নিয়ে চলে যায়।