পাথরঘাটায় নিরাপদ সড়ক দিবসে র্যালী ও আলোচনা সভা
আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার:
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এসভা অনুষ্ঠীত হয়েছে।
এর আগে, পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা গোলাম কবির চেয়ারম্যান উপজেলা পরিষদ পাথরঘাটা,বিশেষ অতিথি ছিলেন,’নিরাপদ সড়ক চাই’ পাথরঘাটা শাখার আহবায়ক লায়ন মোহাম্মদ ফারুক রহমান, এসিল্যান্ট ভূমি পাথরঘাটা, গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতি পাথরঘাটা প্রেসক্লাব ও জয়ন্ত কুমার অপু সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ প্রমূখ।
নিরাপদ সড়ক চাই পাথরঘাটা শাখার সদস্য সচিব রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আমিন সোহেল সাধারণ সম্পাদক পাথরঘাট প্রেসক্লাবের, মোস্তফা গোলাম কবির চেয়ারম্যান উপজেলা পরিষদ পাথরঘাটা, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ রোকনুজ্জামান খান।
আলোচনা সভায় বক্তরা চালকদের স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। এছাড়াও পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানান।
এছাড়াও সড়ক নিরাপদ রাখতে জনসচেতনতা বাড়ানোর ওপরেও তাগিদ দেন বক্তারা।