স্টাফ রিপোর্টারঃ
বরগুনার পাথরঘাটায় এবার বর্ণিল আয়োজনে পান্তা-ইলিশ ছাড়াই এক অন্য বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করেছেন পাথরঘাটা উপজেলা প্রশাসন।
করোনা ভাইরাসের কারণে দুইবছর পর আজ
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিনে
বর্ষবরণে বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। তবে এ বছর পান্তা-ইলিশ ছাড়াই বৈশাখী মেলা যোগ করে ভিন্ন মাত্রা। উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাসের জন্য ছোট পরিসরে বাংলা নববর্ষকে আবাহন জানিয়ে বৈশাখী মধ্য দিয়ে বাংলা নববর্ষের শুভ সূচনা হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহাগ,বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার সহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, ‘অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন বছর আমরা বরন করছি বাংলা নববর্ষ-১৪২৯ সবার জীবনে বয়ে আসুক সুখ ও সমৃদ্ধি।