স্টাফ রিপোর্টঃ
বরগুনার পাথরঘাটা বিষখালী নদীতে অভিযান চালিয়ে মাছ ধরা ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ মণ হাঙর ও ৩০টি শাপলাপাতা মাছের বাচ্চা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে এইচ এম এম হারুন অর রশিদ।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিষখালী নদীর মোহনায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন। এ সময় এফবি আল মেহেদী নামে মাছ ধরা একটি ট্রলারে তল্লাশি করে ১৬০ কেজি হাঙর ও ৩০টি শাপলাপাতা মাছের বাচ্চা জব্দ করা হয়। ওই ট্রলারে থাকা ৯ জেলেকেও আটক করা হয়।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন মোঃ আল মুজাহিদ, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটক ৯ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ হাঙর ও শাপলাপাতা মাটি চাপা দেওয়া হয়েছে।