সবুজ সাহা বিশেষ প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আব্দুল্লাহ ইউনিয়নের নদীর মাঝখানে ছোট চর স্থানে শতাধিক পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে।
আজ (১৯জুন)রোববার বিকাল রামগতি উপজেলা প্রশাসন পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করেন, চর আব্দুল্লাহ ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকা প্রায়১শত বন্যার্তদের প্রত্যেককে ১ কেজি চিড়া, আধা কেজি মুড়ি, আধা কেজি গুড়, ২ প্যাকেট বিস্কুট, খাবার স্যালাইন ২ প্যাকেট, ২ টি দিয়াশলাই ও পানি বিষুদ্ধকরণ ট্যাবলেট ১ পাতা করে ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী, মোঃ রাহিদ হোসেন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ সহ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী জানান বন্যা দুর্গতরা যখন শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ দৈনন্দিন প্রয়োজনীয় খাবার সংকটে তখন বন্যার্ত এসব মানুষের পাশে সব সময় থাকবো ।