
ইব্রাহিম খলিল, পাবনা প্রতিনিধি:
খাঁচায় আটকে রাখল এলাকাবাসী, বন বিভাগকে খবর আটঘরিয়া উপজেলার দেবোতর ইউনিয়নের শ্রীকান্তপুর পশ্চিমপাড়া গ্রামে শনিবার সন্ধ্যায় একটি মেছো বাঘ গুরুতরভাবে আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রন্টুর বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় আনুমানিক রাত সাতটার দিকে দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে বাঘটির।
দুর্ঘটনার পর এলাকাবাসীরা দ্রুত এগিয়ে এসে আহত বাঘটিকে উদ্ধার করে। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলে বাঘটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। বর্তমানে বাঘটিকে একটি খাঁচায় বন্দি অবস্থায় রাখা হয়েছে এলাকাবাসীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে গ্রামে রাতের আঁধারে গবাদিপশু শিকার হওয়া ও আতঙ্ক বেড়ে যাওয়ার কারণে প্রাণীটির উপস্থিতি নিয়ে বিভিন্ন সন্দেহ দেখা দিয়েছিল।
এ ঘটনায় তারা বন বিভাগকে খবর দিয়েছেন এবং দ্রুত এসে আহত বাঘটিকে নিয়ে যথাযথ চিকিৎসা ও নিরাপদ পরিবেশে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। বন বিভাগ ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব এসে বাঘটিকে উদ্ধার করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি, বন্যপ্রাণী রক্ষায় প্রশাসনের তৎপরতা বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।