পাবনা জেলার ভাংগুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি মসজিদে পালিত হচ্ছে দ্বিতীয় জুম্মা খুতবা, সিয়াম সাধনা কে ঘিরে।
আজ মাহে রমাদানের দ্বিতীয় জুমুআ, অত্র উপজেলার বিভিন্ন মসজিদে মুসল্লিতে ভরপুর। হাজার ব্যস্ততার কাজ রেখে এবাদতে নিজেকে সামিল করে ইসলামের নৈকট্য লাভের লিপ্ত হয়ে।
রমজানে যারা খাদ্যপণ্যে ভেজাল করে, খাদ্যপণ্য মজুমদারি করে বাজারে কৃত্রিম সংকট করে, এসমস্ত মুনাফাখোরদের বিরুদ্বে রুখে দাঁড়ানোর জন্য আহবান জানান পাবনা জেলার ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনোয়ার হোসেন (মিঠু)।
সিয়াম সাধনার এই মাসে রহমতপর্ব শেষের দিকে আমরা আরো আরো এবাদতের মাধ্যমে, আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেন মাহে রমাদানের দ্বিতীয় জুমুআ আদায় শেষে সকল মুসল্লি গণ।
মো: রাজিবুল করিম রোমিও, ভাংগুড়া, পাবনা।।
মোবাইল: ০১৭১২-০৯২০৭৪