পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ পারিবারিক কবরস্থানের জায়গা ঘিরাকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আওয়ামীলীগ নেতা রফিকুল আলম চৌধুরী (পপ্পু)সহ তার দুই ভাই রেজাউল আলম চৌধুরী (তোতা)ও রুহুল আলম চৌধুরী (ঝন্টু)কে মারপিট করে হাত ভেঙে ফেলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও জখমের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী মোঃ আগা চৌধুরীসহ তার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী রেজাউল আলম চৌধুরী (তোতা) বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, বিনধারা গ্রামের রেজাউল আলম চৌধুরী (তোতার) সঙ্গে প্রতিবেশী বিবাদি মোঃ আগা চৌধুরীর দীর্ঘদিন থেকে পারিবারিক সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪/৯/২৪ইং তারিখ সকালের দিকে রেজাউল আলম চৌধুরী (তোতা) তাদের পারিবারিক কবরস্থানের জায়গা ঘেরার জন্য যায়। সেখানে বিবাদি আগা চৌধুরী তার দলবল নিয়ে এসে মারপিট করে। এসময় রেজাউল আলম (তোতার) চিৎকারে তার ছোট ভাই রফিকুল আলম চৌধুরী (পপ্পু) ও রুহুল আলম চৌধুরী (ঝন্টু) এগিয়ে আসলে তাদের কেউ মারপিট যখম করে। এতে বাদির দুই হাত ভাঙ্গাসহ তার ভাইয়েরা গুরুত্বর আহত ও যখম হয়। পরে আহত অবস্থায় তারা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়।
অভিযোগের বিষয়ে বিবাদী মোঃ আগা চৌধুরী বলেন, তারা যখন কবরস্থান জায়গা ইট দিয়ে কাজ শুরু করেছিল, তখন আমি গিয়ে মিস্ত্রিকে মৌখিক ভাবে কাজ বন্ধ রাখতে বলি। এসময় বাদি পক্ষের কাছে কাগজপত্র দেখতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে প্রথম আমাকে মারপিট করে। এবিষয়ে আমিও থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়সাল বিন আহসান বলেন, এঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকে দুটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।