মোঃমোস্তাফিজুর রহমান, পীরগনজ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দিনব্যাপী কৃষক -কৃষাণীদের নিয়ে বাস্তবায়িত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়।০১/০৬/২৫ ইং রোজ ( রবিবার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান আরা। অনু ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান । কৃষক- কৃষাণীদের চাষাবাদ ও সঠিকভাবে ফলনশীল উৎপাদন বাস্তবায়নে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অঞ্চল পাটনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ,ঠাকুরগাঁও জেলা হোটি কালচার অতিরিক্ত উপরিচালক কৃষি অধিদপ্তর জাহাঙ্গীর আলম , জেলা উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাদিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, সমবায় অফিসার রেজাউল করিম প্রমুখ।