মোঃ এমদাদুল হক মিলন স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে একই সাথে প্রাণ হারায় দুই ভাই-বোন। ছোট বোন মহারানী (৪) ও বড় ভাই সম্পদ (৭) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে আজ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এই ঘটনা ঘটে। সম্পদ ও মহারানী একই গ্রামের দয়াল চন্দ্র বর্মনের সন্তান। দয়াল চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি বলেন- আমি দুপুরে করোলার মাচা তৈরি করতে করোলা খেতে গেলে বাচ্চা দুটি আমার পেছনে পেছনে সেখানে যায়। আমি একটু পরে তাদেরকে সেখানে রেখে একটা কাজে বাড়িতে আসি এবং কিছুক্ষণ পর আবার করলা ক্ষেতে যাই। গিয়ে দেখি বাচ্চা দুটি আশে পাশে কোথাও নেই। আমি ও স্থানীয় কয়েকজন মিলে অনেক খোঁজাখুঁজির পর, কোথাও পাওয়া না গেলে পাশের পুকুরে বাচ্চাদের খেলনা পানিতে ভাসতে দেখা যায়। তখন একজন প্রতিবেশী অনুমান করেন, হয়তো খেলনা পুকুরে পরে গেলে, সেটা তুলতে গিয়ে পুকুরে ডুবে যেতে পারে। তাৎক্ষনিক জাল এনে পুকুরে টানলে একি সাথে ২টি শিশুর লাশ উদ্ধার করা হয়।
সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র বর্মনের দুই সন্তান পুকুরে ডুবে মারা যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কস্বরুপ বলেন- বাড়ির আশে পাশে পুকুর বা ডোবা থাকলে ছোট ছেলে-মেয়েদেরকে দেখে শুনে রাখতে হবে।