মারুফ আহমেদ রাজশাহীঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘যৌন নিপীড়ন প্রতিরোধ’ সেল পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ জুলাই) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৫তম সিন্ডিকেট সভায় এই সেল পুনর্গঠন করা হয়।
সিন্ডিকেট সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
পুনর্গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের আহ্বায়ক সমাজকর্ম বিভাগের অধ্যাপক তানজিমা জোহরা হাবিব ও সদস্য সচিব ফার্মেসি বিভাগের অধ্যাপক রওনক জাহান।
সেলের অন্য সদস্যরা হলেন- ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বক্কর ইসমাইল, সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।