সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর পুবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাঁও এলাকায় চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মেজবাহ উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ এনে থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রতিবাদ এবং দীর্ঘদিনের চলাচলের রাস্তা খুলে দেওয়ার দাবিতে রবিবার (২২ জুন) সকালে মিরের বাজার ঢাকা বাইপাস চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার নারী, শিশু এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা “বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই, আমরা রাস্তা চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা বাড়ি থেকে বের হতে চাই” – এমন স্লোগান দেন।
অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে তাদের পায়ে হাঁটার রাস্তাটি রাতের আঁধারে বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী মেজবাহ উদ্দিন ও তার পরিবারের লোকজন। এলাকাবাসীর মানবিক আবেদনেও মেজবাহ ও তার পরিবার কোনো সাড়া দেননি। এর ফলে কামারগাঁও এলাকার ৫০টিরও বেশি পরিবার চরম বিপাকে পড়েছে।
মানববন্ধন শেষে বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা না হলে এবং রাস্তাটি খুলে দেওয়া না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।
এ বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, স্থানীয় পুবাইল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।