মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টারঃ শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে ছাত্র–জনতার অভ্যুত্থানকে ঘিরে পুলিশের লুট হওয়া বিভিন্ন ধরনের ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ সোমবার পর্যন্ত এ অস্ত্রগুলো উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক জানান, ৮২৬টি অস্ত্রের সঙ্গে বিভিন্ন ধরনের গোলাবারুদও উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে ২০ হাজার ৭৭৮টি গুলি, কাঁদানে গ্যাসের ১ হাজার ৪৮২টি শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। শেষ তিন দিন (শেখ হাসিনা সরকারের পতনের আগে-পরে) থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়।
এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। থানার নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ৬৩৯ থানার মধ্যে ৯ আগস্ট পর্যন্ত ৩৬১টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়। আর ১৫ আগস্ট থেকে সব থানায় কার্যক্রম চালু হয়। তবে বেশির ভাগ থানায় এখনো সীমিত পরিসরে কার্যক্রম চলছে। এ অবস্থায় ধীরে ধীরে উদ্ধার হচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ।