বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

পুলিশ দ্বারা জনগন হয়রানি হলে সেই পুলিশের গায়ে ইউনিফর্ম থাকবে না-ধোবাউড়ায় “এসপি মাছুম আহাম্মদ ভূঞা”

মাহবুব আলম সরকার।
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ পুলিশ দ্বারা জনগণ হয়রানি হলে সেই পুলিশের গায়ে ইউনিফর্ম থাকবে না। পুলিশ জনগনের সেবক। জন আস্থা নিয়েই সবসময় পুলিশের কাজ করতে হবে।

পুলিশ দ্বারা যেন জনগন কোনভাবেই হয়রানি না হয়। রবিবার বিকেলে ধোবাউড়া থানা পুলিশ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশদের উদ্দেশ্যে এসব কথা বলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম (সেবা)।

রবিবার ধোবাউড়া থানায় ময়মনসিংহ পুলিশ সুপারের আগমনকে ঘিরে ছিলো বর্ণিল আয়োজন।

বিকেল ৫টায় থানায় পুলিশ সুপার পৌঁছামাত্রই এ এসপি সাগর দিপা বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের নৃত্যের মাধ্যমে উপজেলার সুধীজনদের নিয়ে বরণ করেন।

পরে থানার অফিসার ইনচার্জ টিপু সুলতানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) জালাল উদ্দীনের সঞ্চালনায় ধোবাউড়া উপজেলার সুধীজনদের অংশ গ্রহনে থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত মতবিনিময় সভায় ধোবাউড়া থানা পুলিশের হয়রানি মুক্ত বর্তমান কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে পুলিশি সেবা আরও গতিশীল করতে থানায় জনবল বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রম, মাদক, জোয়া, বাল্য বিয়ে, নারী নির্যাতন বন্ধের লক্ষে মতবিনিময় করা হয়।

এসময় বক্তব্য রাখেন এ এসপি আবু রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল,

১নং দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার,ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ,বাঘবেড় ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, পোড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন।

ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডওয়ার্ড নাফাক।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহিউদ্দিন তৌফিক টিটুসহ,

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991