নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ শিরেনামে সংবাদ প্রকাশ হয় কিন্তু ভুক্তভোগী নিশ্চিত করেন সেখানে গোদাগাড়ী থানা পুলিশ ছিলোনা ঘটনা স্থানে সাদা পোশাকে থাকা পুলিশ পরিচয়ে অন্যব্যক্তি রাসেলের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেন।
রাজশাহী গোদাগাড়ী মডেল থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিরুদ্ধে মাদক মামলা দেওয়ার ভয় দেখিয়ে মোঃ রাসেল (৩০) নামের এক যুবকের কাছ থেকে ২৫,০০০ টাকা আদায়ের এঘটনাতে অন্যা কোন প্রতারক চক্র হতে পারে বলে ধারণা করা যাচ্ছে বলে মনে করেন ভুক্তভোগী রাসেল। দুই পুলিশ সদস্যের ছবি দেখালে রাসেল চিনতে পারে নাই ।
দুই এএসআই নাম ও পরিচয় দিয়ে কিছু অসাধু প্রতারক চক্ররা সাধারণ মানুষকে পুলিশের কথা বলে জিম্মি করে ভয় দেখিয়ে টাকা আদায় করছেন
এঘটনাতে আসলেই গোদাগাড়ী মডেল থানার যে দুই এএসআই এর নাম দুষ্কৃতিকারী যেহেতু নাম পরিচয় দেন যে এএসআই শাহ আলম এবং এএসআই আল -আমিন পরে ভুক্তভোগী রাসেলকে ছবি দেখানো হলে চিনিতে পারেনি। তিনি আরো বলেন গোদাগাড়ী থানায় থাকা দুই পুলিশ না এরা অন্য ব্যক্তি ছিলেন।
এ ঘটনাটি ঘটে গত রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ আনুমানিক দুপুর ১২টার দিকে শাহ সুলতান মাদ্রাসা মাঠের পার্শ্বে।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রাসেল পিতা: মোঃ আব্দুর রাজ্জাক মাহিশালবাড়ী (বাড়ি শাহ সুলতান মাদ্রাসার পেছনে) আটক করে মাদক মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখায় এবং এরপর টাকা আদায় করে।
পুলিশ পরিচয়ে টাকা আদায়ের ঘটনা সত্যতা না নিশ্চিত করেন ভুক্তভোগী মোঃ রাসেল।
এই বিষয় জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) বলেন থানা কোন সদস্য জড়িত না।