মো:রাকিব ইসলাম পূবাইল (গাজীপুর) বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সাড়ে আটটার দিকে করমতলা পূর্বপাড়া আবাসিক এলাকায় রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ১৬ বছর।
এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন,আজ সকালে স্থানীয় লোকজন করমতলা পূর্বপাড়া আবাসিক এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, গতকাল মধ্যরাতে কোন এক সময় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।