স্টাফ রিপোর্টারঃ গাজীপুর পূবাইল থানার ৪০ নং ওয়ার্ড মাজুখান বাঘের টেক বর্ষার পানি থেকে ৮ বছরের শিশু কন্যার উদ্ধারকৃত নুপুরের লাশ ধর্ষণের পর হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছে পুলিশের হাতে আটক আবদুল্লাহ(১৮)।
জানা যায় বুধবার বিকালের দিকে মাজুখান বাঘেরটেক এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া একই এলাকার পশ্চিম পাড়ার আবুল হোসেনের মেয়ে নুপুর( ৮)পাশের বাড়ির লিটনের বিয়ের অনুষ্ঠানে ঘুরতে যায়। পাশে বিয়ের অনুষ্ঠান থাকায় নুপুরের ঘরে ফেরা আশা নিয়ে তেমন কোনো চিন্তা ছিলো না পরিবারের। মাগরিবের পরেও নুপুর বাড়িতে ফিরে না আসলে রাত দশটার পর এলাকায় মাইকিং করে। অনেক খোঁজা খোজি করে না পেয়ে পরিবার একমাত্র কন্যা সন্তানের শোকে নির্ঘুম রাত কাটায়। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মাজুখান লতা হারবাল বিডি লি. এর গাড়ি চালক আব্দুল আলিমের ছেলে আবদুল্লাহ নুপুরের বাড়ির পাশের বর্ষার পানিতে শিশুটির লাশ ভাসতে দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য সন্দেহজনক আবদুল্লাহকে আটক করে। শনিবার বিকালে আটককৃত আবদুল্লাহ গাজীপুর চীফ ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষণ ও হত্যার রহস্য উদঘাটন করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।