শরীয়তপুরের জেলার জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের রুপবাবুর হাট বাস স্টান্ডে অগ্নিকাণ্ডে একটি গ্যাস ও পেট্রোল ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১২ই এপ্রিল ২০২৩) উপজেলার রুপবাবুর হাট বাস স্টান্ডে রাত ৮ঃ৫০ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারাবিহ নামাজ শেষরত মুসুল্লি সাধারণ জনগন ও দোকান মালিকরা চেষ্টার শেষ বিন্দু দিয়ে আগুন কিছু টা নিয়ন্ত্রণে আনে। এতে (৩) জন, আহত হয়। আহতরা হলেন, ১/ মোঃ সিএম আক্কাছ আলি (৩৩) অত্র ইউনিয়নের স্বাস্থ্য কর্মী, ২/ মোঃলোকমান সরদার(২৭) বিশিষ্ট ভাংগারী ব্যবসায়ী,৩/ সিকদার কান্দির আঃমালেক মাদবরের বড় ছেলে মোঃরতন মাদবর(২৯) তাদের হাত পাও পুরে ফোস্কা পরে যায়।তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বাজারের মোঃ মানিক মোড়লের ঔষধের ফার্মেসীতে পাঠানো হয়। পরে জাজিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২-৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
জানা যায়, উপজেলার পূর্ব নাওডোবা রুপবাবুর হাট বাস স্টান্ড এলাকায় রকমান হাওলাদার নামের এক গ্যাস ও পেট্রোল ব্যবসায়ীর দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ আগুনের ঘটনা ঘটে। রকমান হাওলাদার স্থানীয় জনাব আলী শিকদার নামের এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন।
জাজিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার আবুল হাসেম শেখ, সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বিস্ফারণ হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।