মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :- গোপালগঞ্জের কাশিয়ানীতে শুক্রবার ১৪ জুলাই ২০২৩ তারিখ রাত আনুমানিক আড়াইটার দিকে ভাট্টাইধোবা গ্রামের মো: কালাম মোল্যার বসত ঘর সংলগ্ন মুদি দোকান কালাম স্টোর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভুক্তভোগী কালাম মোল্যা জানান, তিনি ক্লান্ত থাকায় ১৩ জুলাই বৃহস্পতিবার রাত ১০:৩০ এর দিকে ঘুমিয়ে পড়েন।
শুক্রবার (১৪ জুলাই) আনুমানিক রাত ২:৩০ এর দিকে চড় চড় শব্দে ঘুম ভেঙ্গে যাওয়ায় ঘর থেকে দোকানে ঢোকেন।
দোকানে ঢুকে দেখতে পান দোকানে আগুন। দরজা সংলগ্ন মালামাল , প্লাষ্টিকের চেয়ার ইত্যাদি আগুনে পুড়ে গেছে । আগুন ঘরের চাল পর্যন্ত উঠে গেছে। ততক্ষনে ভুক্তভোগীর বাড়িতে থাকা সকলে এসে আগুন নেভানো শুরু করেন। দোকানের ভিতরের আগুন নেভানোর পরে কালাম মোল্যা খেয়াল করেন দোকানের দরজার বাইরে থেকে আগুন ভিতরে ঢুকতেছে । তিনি তার ছোট ভাই মো: সামছুল হক মোল্যাকে দরজার তালা খুলে বাহিরে দেখতে বলেন ।
ভুক্তভোগীর ছোট ভাই মো: সামছুল হক মোল্যা জানান, আমার ভাবী আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন দোকানে আগুন লেগেছে। আমরা ভেবেছিলাম মশার কয়েল থেকে আগুন লেগেছে। আগুন নেভানোর পরেও দেখি দরজার বাহির থেকে আগুন দোকানের ভিতরে আসতেছে । ভাই দরজা খুলতে বললে তালা খুলে দেখি দরজা লাগোয়া ৫লিটার একটি রুপচাদার বোতলের অর্ধেকে আগুন জ্বলছে। আমি লাথি মেরে অর্ধপোড়া বোতলটাকে রাস্তার উপর ফেলে দেই। পেট্রোল রাস্তায় ছড়িয়ে পড়ে এবং বোতলের কিছু অংশ রাস্তায় পুড়তে থাকে। লোকজন চলে আসে এবং পুলিশকে ফোন করে জানানো হয়। পুলিশ এসে দেখে গেছে। পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে ।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ, মো: ফিরোজ আলম বলেন, খবর পাওয়া মাত্র এসআই শাহ আলমের দ্বায়িত্বে থাকা টহল টিমকে ঘটনাস্থলে পাঠাই। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।