মোঃ নুরুল ইসলাম,ভোলা জেলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে লালমোহন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে রোল মডেল। এ সরকারের সময়ে দেশে ধর্ম পালনে কোন প্রকার প্রতিবন্ধকতা তৈরি হয়নি।
সম্মেলনের উদ্ভোধন করেন, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার।
বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি ফারজানা চৌধুরী রত্না এর সভাপতিত্বে বাংলাদেশ ক্যাথলিক মন্ডলী, বরিশাল ধর্মপ্রদেশ, ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, মহিলা সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট রেবেকা সিংহ, সিনিয়র সহ-সভাপতি গীতা বিশ্বাস, ভোলা জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, চরফ্যাশন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অভি মান্য দাস, তজুমদ্দিন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রুপম চন্দ্র মজুমদার।
দ্বি-বার্ষিক সম্মেলনে এমপি শাওন পত্নী মিসেস ফারজানা চৌধুরীকে সভাপতি ও নন্দা রানী সাহাকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যদের জেলা কমিটি গঠন করা হয়।